আরারিয়ার জনসভায় রাহুল গাঁধী।
বিহারে শেষ দফার নির্বাচনের আগে প্রচারে নেমে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ইলেকট্রনিক ভোটিং মেশিনকে এ বার ‘মোদী ভোটিং মেশিন (এমএমভি)’ আখ্যা দিয়েছেন রাহুল। বুধবার একটি নির্বাচনী জনসভায় আত্মবিশ্বাসের সুরে রাহুলের দাবি, ‘ইভিএম হোক বা এমএমভি কোনওটাতেই আমি ভয় পাই না। বিহারে এনডিএ-র বিরুদ্ধে জোটের জয় হবে।’’
বিহারে দু’দফার নির্বাচন শেষ। বাকি এক দফার ভোট হবে আগামী ৭ নভেম্বর অর্থাৎ শনিবার। তার আগে এ দিন আরারিয়াতে জনসভা করেন রাহুল। মোদীকে নিশানা করে বলেন, ‘‘সত্য আসলে সত্যই। আমি এই মানুষটার বিরুদ্ধে আদর্শগত লড়াই চালাচ্ছি। আমরা ওদের আদর্শের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। আমরা ওদের হারাবই।’’
এ দিন রাহুল আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদী জনসভায় আমার বিরুদ্ধে অপ্রীতিকর কথা বলছেন। তাঁরা যতই ঘৃণা ছড়ান না কেন, আমি ভালবাসা ছড়িয়ে যাব। কারণ ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না। ঘৃণাকে জয় করতে পারে একমাত্র ভালবাসাই। নরেন্দ্র মোদীকে না হঠানো পর্যন্ত আমি এক ইঞ্চি নড়ব না।’’ মঙ্গলবার মাধেপুরাতেও জনসভা করেছিলেন রাহুল। সেখান থেকেও প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ শানান তিনি।
আরও পড়ুন: ‘কারচুপি’র অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের, প্রস্তুত বাইডেনও
আরও পড়ুন: এগোচ্ছেন ট্রাম্প, শেষ মুহূর্তে বাজিমাত করবেন কে, নজর গোটা বিশ্বের