Narendra Modi

আন্তর্জাতিক হয়ে উঠেছে ভারতের স্বর, বললেন প্রধানমন্ত্রী

এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৯
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

ভারতের প্রতি আরও বেশি করে মনোযোগ দিচ্ছে গোটা দুনিয়া। ভারতের স্বর শোনা যাচ্ছে বিশ্ব জুড়ে। মঙ্গলবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘গোটা বিশ্বই এখন ভারতের দিকে আরও বেশি করে নজর দিয়েছে। বেশিরভাগ আন্তর্জাতিক মঞ্চে আমাদের শক্তিশালী উপস্থিতিও রয়েছে।’’

ওই অনুষ্ঠানেই করোনা পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, সরকারের কাজ এবং তার ফলাফল নিয়ে ‘অভূতপূর্ব ভাবে’ কাজ করেছে সংবাদমাধ্যম। দেশের সংবাদমাধ্যমকে আন্তর্জাতিক হয়ে ওঠার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘সংবাদমাধ্যম কখনও কখনও সমালোচিত হয়, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে। কিন্তু প্রত্যেকেরই সমালোচনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।’’ তাঁর মতে, এ ভাবেই গণতন্ত্র শক্তিশালী হয়।

Advertisement

আরও পড়ুন: সুশান্ত মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী, ধরা হল মাদক-যোগে

সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী তুলে আনেন সাহিত্যের কথাও। তাঁর কথায়, ‘‘আমাদের দেশে সাহিত্য বিকশিত হয়েছে ভারতীয়ত্ব এবং জাতীয়তার মিশেলে। স্বাধীনতা আন্দোলনের সময় প্রত্যেক বড় বড় ব্যক্তিত্বই সাহিত্য রচনার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের দেশে সন্ন্যাসী, বিজ্ঞানী এবং লেখকরা সাহিত্যে তাঁদের অবদানের জন্য পরিচিত।’’ তাঁর মতে, যে কোনও সমাজের নিয়ন্ত্রক শক্তির ভূমিকা পালন করেন লেখকরা। এ দিন দেশের যুব সমাজের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘টেক্সট, টুইটের যুগে নতুন প্রজন্ম জ্ঞানের জগত থেকে যেন না দূরে সরে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement