গ্রেফতার নয়ডায় ভুয়ো কলসেন্টারের কর্মীরা। ছবি: সংগৃহীত।
সস্তায় লোভনীয় ভ্রমণের টোপ দিয়ে পর্যটকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল উত্তরপ্রদেশের নয়ডায়। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তখনই তারা জানতে পারে একটি ভ্রমণ সংস্থার নাম ভাড়িয়ে কল সেন্টার খুলে রমরমিয়ে ব্যবসা চালানো হচ্ছে।
সেক্টর ৬৩-তে তল্লাশি অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে গিয়ে তারা দেখে রীতিমতো অফিস বানিয়ে জনা তিরিশ কাজ করছেন। আচমকা পুলিশ অভিযানে অফিসের সকলেই একসঙ্গে ধরা পড়ে যান। পুলিশ জানিয়েছে, ওই অফিস থেকে উদ্ধার প্রচুর ল্যাপটপ, মোবাইল ফোন, বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি, রাউটার, আইপ্যাড এবং বহু নথি। ওই অফিস থেকে ১৭ জন মহিলা-সহ ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ।
সেন্ট্রাল নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার শক্তিমোহন অবস্থি জানিয়েছেন, গত দু’বছর ধরে প্রতারণার এই চক্র চলছিল। কয়েকশো পর্যটককে প্রতারণা করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আড়াই লক্ষ টাকায় ৯ দিনের ভ্রমণের প্যাকেজের প্রস্তাব দেওয়া হত পর্যটকদের। তা-ও আবার বিদেশ ভ্রমণের। গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত। তার পরই ওই গ্যাংয়ের আর হদিস মিলত না। এক পর্যটকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি। ওই পর্যটকের দাবি, ৮৪ হাজার টাকা দিয়েছিলেন তিনি। পুরো টাকাটাই হাতিয়ে নেওয়া হয়। সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন পর্যটক। তদন্তে নামতেই বড় চক্রের হদিস মেলে।