Disproportionate Case

সরকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! টাকা, বাংলো-সহ ১৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত তেলঙ্গানায়

এসিবি সূত্রে খবর, নিকেশের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও একটি বাংলো, বেশ কয়েকটি জমি, কয়েক বিঘা চাষের জমি রয়েছে। সেই সব কিছুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১২:২৩
Share:

তেলঙ্গানার সহকারী ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা। ছবি: সংগৃহীত।

সরকারি এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠল তেলঙ্গানায়। অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারের নাম নিকেশ কুমার। তিনি রাজ্যের সেফ দফতরের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। শুধু নিকেশের বাড়িই নয়, আরও ৩০ জায়গায় তল্লাশি অভিযান চালাচছে রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)।

Advertisement

শনিবার নিকেশের বাড়িতে তল্লাশি অভিযানে যান এসিবির আধিকারিকেরা। তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পেয়েই তল্লাশি অভিযানে গিয়ে স্তম্ভিত হয়ে যান এসিবি কর্তারা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, নিকেশের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও সম্পত্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

এসিবি সূত্রে খবর, নিকেশের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও একটি বাংলো, বেশ কয়েকটি জমি, কয়েক বিঘা চাষের জমি রয়েছে। সেই সব কিছুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে নিকেশের সম্পত্তি ১৫০ কোটিরও বেশি। এ ছাড়াও তাঁর স্থায়ী আমানত রয়েছে বেশ কয়েকটি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জনিয়েছেন, ১৫০ কোটির মতো সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বেশি হতে পারে।

Advertisement

এসিবি সূত্রে খবর, নিকেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় কত সম্পত্তি রয়েছে, বেনামে কোনও সম্পত্তি আছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে। তবে এক জন সহকারী ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তির হদিস মেলায় হুলস্থুল পড়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement