নিজস্ব চিত্র।
এসএমএস। ‘স্যানিটাইজ়ার, মাস্ক এবং সোশ্যাল ডিস্টান্সিং’। এই তিনটি জিনিসের উপরেই এ বার যাবতীয় নজর নয়ডার লোটাস বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির (এলবিবিএস) পুজোয়। নয়ডা সেক্টর ১০০-র এই পুজোর উদ্যোক্তারা আড়ম্বর ছেঁটে জোর দিয়েছেন সতর্কতায়। দিল্লিতে কয়েক মাস আগে কোভিডকে যে ভয়ানক চেহারায় দেখা গিয়েছিল, সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ভবিষ্যতের জন্য সতর্কতা। এলবিবিএস-এর সভাপতি এ সজ্জনের কথায়, ‘‘পুজোর জাঁকজমক আবার অন্য সময় করা যাবে। এ বার পুজোর মূল ভাবনা অক্ষুণ্ণ রেখেই কিছু খরচ বাঁচিয়ে অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনকে চাঁদা দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য।’’ নয়ডায় প্রায় তিন হাজার ফ্ল্যাটের এই সোসাইটির পুজোর উদ্যোক্তাদের মূল সুর— করোনার কাছে অত্মসমর্পণ করব না তবে অবশ্যই সতর্ক থাকব।