ফাইল ছবি।
দেশে কোভিড টিকার কোনও ঘাটতি নেই বলে জানাল কেন্দ্রীয় সরকার। জুলাই বা অগস্টের শুরুতে প্রতিদিন ১ কোটি লোককে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা থাকবে বলে মঙ্গলবার জানালেন আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিককে টিকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
জেলাগুলি থেকে কোভিড বিধি নিষেধ তোলার বিষয়ে বলরাম ভার্গব বলেন, সংক্রমণের হার এক সপ্তাহের জন্য ৫ শতাংশের নীচে হওয়া উচিত। ৭০ শতাংশেরও বেশি ঝুঁকিপূর্ণ জনগণকে টিকা দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকার বলেছে যে দেশের ৩৪৪টি জেলায় সংক্রমণের হার ৫ শতাংশেরও কম। ৩০টি রাজ্যে গত সপ্তাহ থেকে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে।
৭ মে শিখরে পৌঁছনোর পর সংক্রমণ প্রায় ৬৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে কেন্দ্র।