ছবি: পিটিআই।
কাশ্মীর বা অন্য অঞ্চলে সংঘাতের পরিস্থিতিতে যে সব সেনা মোতায়েন রয়েছেন তাঁদের নগদ পুরস্কার দেওয়ার কোনও ব্যবস্থা নেই বলে আজ জানাল সেনাবাহিনী।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আমশিপোরায় ভুয়ো সংঘর্ষে তিন যুবককে খুন করার অভিযোগ উঠেছে সেনা অফিসার ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংহের বিরুদ্ধে। গত কাল শোপিয়ানের আদালতে পেশ করা চার্জশিটে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার পাওয়ার জন্যই তিন যুবককে জঙ্গি তকমা দিয়ে খুন করেন ভূপেন্দ্র। সেই ষড়যন্ত্রে দুই স্থানীয় বাসিন্দাও শামিল ছিলেন।
আজ সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, সংঘাতের পরিস্থিতি বা অন্য কোথাও মোতায়েন সেনাদের নগদ পুরস্কার দেওয়ার কোনও ব্যবস্থা নেই। সেনার অভ্যন্তরীণ ব্যবস্থা না জেনে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই খবর ছড়ানো হয়েছে।