গ্রাফিক: শৌভিক দেবনাথ
চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারির পরে এবার নরেন্দ্র মোদী সরকারে ‘লক্ষ্য’ চিন থেকে আমদানি করা বিদ্যুৎ সরঞ্জাম। শুক্রবার কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ বলেছেন, ‘‘চিন বা পাকিস্তানের মতো দেশ থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানি করতে হলে ভারতীয় কোম্পানিগুলিকে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে।’’
এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, চিনা বিদ্যুৎ সরঞ্জামে লুকনো ‘ট্রোজান হর্স’ ভারতে গ্রিড বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই, বাধ্যতামূলক ভাবে সরকার নির্ধারিত ল্যাবরেটরিতে চিনা বিদ্যুৎ সরঞ্জাম ও যন্ত্রাংশ পরীক্ষা করাতে হবে।’’
কেমন হবে সেই পরীক্ষা? মন্ত্রীর কথায়, ‘‘যে কোনও ধরনের এম্বেড করা ক্ষতিকারক সফ্টওয়্যার এবং সাইবার হানার প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আমদানি করা যন্ত্রাংশের ভারতীয় মান বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে।’’
আরও পড়ুন: ইতিহাস সাক্ষী, মুছে যায় বিস্তারবাদীরা: লাদাখে দাঁড়িয়ে চিনকে বার্তা মোদীর
আর কে সিংহ এদিন বিভিন্ন রাজ্যের বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে টেলি-কনফারেন্স করেন। সেখানে তিনি জানান, ২০১৮-’১৯ অর্থবর্ষে ভারত ৭১ হাজার কোটি টাকার বিদ্যুৎ সরঞ্জাম আমদানি করেছে। তার মধ্যে চিন থেকে এসেছে ২১ হাজার কোটি টাকার সামগ্রী। চিনের নাম না-করে এই আমদানি নির্ভরতা বন্ধ করার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘এটা মনে নেওয়া যায় না। যে দেশ আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে, আমাদের সেনাদের খুন করছে, আমরা সেই দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে সাহায্য করব?’’
আরও পড়ুন: ‘কৃত্রিম বাধা’ ভারতেরই ক্ষতি করবে, পাল্টা প্রচ্ছন্ন হুঁশিয়ারি চিনের