Citizenship Amendment Act

অন্ধ্রে কোনও অবস্থাতেই এনআরসি করতে দেব না, ঘোষণা এ বার জগনের

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির-র বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪
Share:

জগনমোহন রেড্ডি। —ফাইল চিত্র।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)নিয়ে এ বার বিরোধিতায় শামিল হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। কোনও পরিস্থিতিতেই রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে জানিয়ে দিলেন তিনি।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির-র বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যেই এনআরসির বিরোধিতায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, দিল্লি-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই তালিকায় নয়া সংযোজন জগনমোহন রেড্ডি।

সোমবার কাডাপায় একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জগন। সেখানে তিনি বলেন, ‘‘এনআরসি নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিলেন সংখ্যালঘু ভাইরা। জানিয়ে রাখি, আমরা এনআরসি-র বিরুদ্ধে। কোনও অবস্থাতেই অন্ধ্রপ্রদেশে এনআরসি করতে দেব না।’’

Advertisement

গত সপ্তাহেই এনআরসি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন জগনের ডেপুটি আজমথ বাশা শেখ ব্যাপারী। তাঁর সঙ্গে পরামর্শ করেই এ তিনি এ নিয়ে মুখ খুলেছিলেন বলে এ দিন নিশ্চিত করেন জগন।

এর আগে, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে ভোট দিয়েছিল জগন মোহনের ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তা নিয়ে এ দিন কোনও মন্তব্য করেননি তিনি।

তবে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমর্থন জানানো নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement