বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।- ফাইল চিত্র।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) ছাত্রীদের পোশাক ও মদ্যপানের ওপর কোনও বিধিনিষেধ জারি হচ্ছে না। ছাত্রদের মতো ছাত্রীরাও তাঁদের ইচ্ছেমতো পোশাক পরতে পারবেন। আর তাঁদের বয়স যেহেতু ১৮-র বেশি, তাই তাঁরা মদ্যপান করবেন কি করবেন না, সেটা তাঁরাই ঠিক করবেন। এ ব্যাপারেও বিশ্ববিদ্যালয়ের কিছুই বলার নেই।
বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর বিএইচইউয়ের প্রথম মহিলা প্রোক্টর রয়ওনা সিংহ এ কথা জানিয়েছেন। তিনি এও বলেছেন, যৌন নির্যাতনের ঘটনায় তিনি একেবারেই ধৈর্যের পরিচয় দিতে চান না। ভবিষ্যতে এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটলে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।
আরও পড়ুন- বেহাল অর্থনীতি নিয়ে কৈফিয়ৎ দিন মোদী, তোপ শত্রুঘ্নের
আরও পড়ুন- এশিয়ার প্রথম বাজু প্রতিস্থাপন হল এ দেশে
ফরাসি শহর রয়ওনায় জন্ম তাঁর। রয়ওনা বলেছেন, ‘‘ইউরোপে জন্ম আমার। মাঝেমধ্যেই যাই ইউরোপ, কানাডায়। তাই ছাত্রীদের পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তো তা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। ভোর ৬টায় ঘুম থেকে উঠে রাত সাড়ে ১০টায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি এমন কিছু পরতে হয়, যাতে অসুবিধা হয়, তা হলে এই যুগে তো আর সেটা মেনে নেওয়া যায় না। ছাত্ররা যদি নিজেদের ইচ্ছেমতো পোশাক পরতে পারে, ছাত্রীরা পরবেন না কেন?’’
আর মদ্যপানের ওপর বিধিনিষেধ জারির প্রসঙ্গে রয়ওনার বক্তব্য, ছাত্রীদের সকলেরই বয়স ১৮ বছরের ওপর। তাঁরা সাবালক। তাই এ ব্যাপারে (মদ্যপান) কোনও বিধিনিষেধ জারির কোনও অর্থই হয় না।