নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার— ফাইল চিত্র।
বিহারের বিধানসভা ভোটে ‘বড় শরিক’ হয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপর চাপ বাড়িয়েছিল আগেই। এ বার উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে নীতীশের দল জেডি(ইউ)-তে ভাঙন ধরাল বিজেপি।
শুক্রবার অরুণাচলের ৭ জন জেডি(ইউ) বিধায়কের ৬ জনই সে রাজ্যের শাসকদল বিজেপি-তে যোগ দিয়েছেন। বিজেপি-র রাজ্য সভাপতি বিয়ুরাম ওয়াঘের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তাঁরা। এঁদের মধ্যে তিন বিধায়ককে দলবিরোধী কাজের অভিযোগে এক মাস আসে সাসপেন্ড করেছিল জেডি(ইউ)।
বিয়ুরাম শুক্রবার বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মু্খ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে অরুণাচলের উন্নয়নে সামিল হতেই বিজেপি-তে যোগ দিলেন ৬ জন জেডি(ইউ) বিধায়ক।’’ ২০১৯ সালের বিধানসভা ভোটে অরুণাচলে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। জেডি(ইউ) ৭, এনপিপি ৫, কংগ্রেস ৪ এবং নির্দল ও অন্যেরা ৪টি আসনে জিতেছিল। পরে এক নির্দল বিধায়ক বিজেপি-তে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসও শিল্প, করোনা শিখিয়েছে নতুন ব্যবসা
৬ বিধায়কের যোগদানের ফলে ৬০ সদস্যের অরুণাচল বিধানসভায় বিজেপি-র বিধায়ক সংখ্যা দাঁড়াল ৪৮। পাশাপাশি প্রধান বিরোধী দলের মর্যাদা হারাল নীতীশের দল। প্রসঙ্গত, গত নভেম্বরে বিহার বিধানসভা ভোটে জেডি(ইউ)-কে পিছনে ফেলে প্রথমবার এনডিএ জোটের বৃহত্তম শরিক হিসেবে ‘আত্মপ্রকাশ’ করে বিজেপি। এর পরেই নীতীশের উপর চাপ বাড়িয়ে তাঁর ঘনিষ্ঠ বিজেপি উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে সরানো হয়। পরিবর্তে সঙ্ঘ ঘনিষ্ঠ দুই বিজেপি নেতা-নেত্রীকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: আমন্ত্রণ করেনি বিশ্বভারতী, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী