(বাঁ দিকে) নিতিন গডকড়ী এবং উদ্ধব ঠাকরে (ডান দিকে)। —ফাইল চিত্র।
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের ব্যাগ তল্লাশি নিয়ে বিতর্কের মধ্যেই সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকেরা। মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়।
সামজমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর কপ্টারের তল্লাশি করছেন কয়েক জন। তল্লাশি শেষে কপ্টারের মধ্যে থাকা বেশ কয়েকটি ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতেও দেখা যায় নির্বাচনী আধিকারিকদের। এ প্রসঙ্গে, কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনেই তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, সোমবার এবং মঙ্গলবার, পর পর দু’দিন উদ্ধবের ব্যাগে তল্লাশি চালানো হয়। প্রথমে যবৎমল জেলায় ওয়ানিতে এবং পরের দিন লাতুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালানোর ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়ায়। তাঁর ব্যাগে তল্লাশি চালানো নিয়ে উদ্ধবের প্রশ্ন ছিল, ‘‘এর পরে কি একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে কমিশন?’’ তবে কমিশনের কাজে ‘সন্তুষ্ট’ বলেই জানিয়েছিলেন শিবসেনা (ইউবিটি) নেতা। তাঁর কথায়, ‘‘আমি এই ঘটনায় বিব্রত হইনি। শুধু এটাই চাই, নির্বাচন কমিশনের আধিকারিকেরা তাঁদের দায়িত্ব সঠিক ভাবে পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব।’’
পরে এই বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করলে কমিশনের সাফাই, নির্বাচনী আচরণবিধি মেনেই কাজ করেছেন নির্বাচনী আধিকারিকেরা। ভোটারদের প্রলুব্ধ করতে নগদ এবং অন্যান্য উপহার নিয়ে প্রচারে আসেন অনেক নেতা। যা রুখতেই কমিশন তল্লাশি চালায়। তবে উদ্ধবের প্রশ্ন তোলার পরই গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালানো বিরোধীদের ‘জবাব’ বলেই মনে করছে বিজেপি।