নির্ভয়ার বাবা-মা—ছবিছ পিটিআই
অবশেষে এক বৃত্ত সম্পন্ন হল। ফাঁসি দেওয়া হল চার দোষী, মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর। সাড়ে সাত বছর ধরে চলা জটিল আইনি মারপ্যাঁচের পর শেষমেশ বিচার পেল নির্ভয়া ও তাঁর পরিবার। কিন্তু ন্যায় পেল কি? কথায় বলে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড’। নির্ভয়ার ক্ষেত্রেও কি সেটাই হল না? আগেই ছাড়া পেয়েছিল অপরাধে জড়িয়ে থাকা নাবালক। অন্যদিকে সেই ২০১৩ সালের সেপ্টেম্বরেই চার দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট। তার পরেও চার অপরাধীর ফাঁসি হতে লেগে গেল সাত বছরেরও বেশি। ভারতের বিচার ব্যবস্থার ফাঁক ফোঁকরগুলো দারুণ ভাবে কাজে লাগালেন দোষীদের আইনজীবীরা। যাই হোক, বেটার লেট দ্যান নেভার...