CBI

Nirav Modi: জালে নীরব মোদীর ডানহাত সুভাষ! গ্রেফতার করে কায়রো থেকে মুম্বইয়ে সিবিআই

তেরো হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম মুখ্য অভিযুক্ত সুভাষ শঙ্করকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৩:২৮
Share:

ফাইল ছবি।

নীরব মোদী ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় সাফল্যের দাবি করল সিবিআই। কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত নীরব মোদীর ডান হাত বলে পরিচিত সুভাষ শঙ্করকে মিশর থেকে গ্রেফতার করে মুম্বই ফিরলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। সুভাষকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই।

কে সুভাষ শঙ্কর? কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত সুভাষ ছিলেন নীরবের ‘ফায়ারস্টার ডায়মন্ড’ নামক সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিনান্স)। সুভাষ নীরব মোদী এবং মেহুল চোক্সির ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি-কাণ্ডের অন্যতম কুশীলব, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তাঁর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকার জালিয়াতির ছক কষা হয়েছিল। ২০১৮-য় মিশরে পালিয়ে যান সুভাষ। সেই বছরই সিবিআইয়ের আবেদন মেনে ইন্টারপোল নীরব মোদী, মেহুল চোক্সি ও সুভাষের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে।

Advertisement

সূত্রের খবর, মিশরের কায়রোয় আত্মগোপন করেছিলেন সুভাষ। তাঁকে গ্রেফতার করার পর শুরু হয় প্রত্যর্পণের প্রক্রিয়া। প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হওয়ার পর সিবিআইয়ের একটি দল কায়রো থেকে সুভাষকে নিয়ে মুম্বই পৌঁছয়। তাকে মঙ্গলবারই বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। সিবিআই আধিকারিকদের একটি অংশের দাবি, সুভাষকে জেরা করে ব্যাঙ্ক জালিয়াতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, নীরব মোদী লন্ডনের জেলে বন্দি। ধারাবাহিক ভাবে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে আদালতে। অন্য দিকে, মেহুল চোক্সি অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নিয়েছেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement