কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চেয়ে হাই কোর্টে এনআইএ। — ফাইল ছবি।
জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এনআইএ)। সোমবার এনআইএ-র আবেদন শুনবে দিল্লি হাই কোর্ট।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। দোষ কবুল করেছিলেন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন। এ বার সেই ইয়াসিনেরই মৃত্যুদণ্ড চেয়ে হাই কোর্টে গেল এনআইএ। দিল্লি হাই কোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি তলওয়ান্ত সিংহের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে।
২০২২ সালের মে মাসে দিল্লিতে বিশেষ এনআইএ আদালত তাঁকে ইউএপিএ-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছিল। সেই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ইয়াসিন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করার পরিবর্তে দোষ কবুল করেন। ঘটনাচক্রে, সেই সময়ও এনআইএ ইয়াসিনের মৃত্যুদণ্ডের সওয়াল করেছিল। যদিও আদালত এনআইএর যুক্তি খারিজ করে দিয়ে জানিয়েছিল, মৃত্যুদণ্ড কেবলমাত্র বিরলের মধ্যে বিরলতম অপরাধের জন্যই নির্দিষ্ট। তাই জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্যের মামলায় দোষী ইয়াসিনকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এ বার সেই আবেদন নিয়ে হাই কোর্টে গেল তদন্তকারী সংস্থা।