NIA

মাথার দাম ৫ লক্ষ টাকা, দিল্লি বিমানবন্দরে এনআইএর জালে খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ

বব্বর খালসার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গেও কুলবিন্দরজিতের যোগাযোগ ছিল বলে সোমবার এনআইএর তরফে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২২:৪১
Share:

এনআইয়ের হাতে আটক খলিস্তানি জঙ্গি। প্রতীকী ছবি।

কুখ্যাত খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ সিংহ ওরফে খানপুরিয়াকে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বব্বর খালসা জঙ্গিগোষ্ঠীর এই সদস্যের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গত শুক্রবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাঁকে আটক করে এনআইএর তদন্তকারী দল। পরিচয় সম্পর্কে নিঃশংসয় হওয়ার পরে লবিন্দরজিৎকে গ্রেফতার করা হয়।

বব্বর খালসার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গেও কুলবিন্দরজিতের যোগাযোগ ছিল বলে সোমবার এনআইএর তরফে জানানো হয়েছে। ২০১৯ সাল থেকেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এই খলিস্তানি জঙ্গি নেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement