Fraud

Newlywed bride: দেড় মাসের বিয়ে, স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা! জানতে পেরে প্রতারণার অভিযোগ স্বামীর

কিছু দিন আগে পেটে ব্যথা শুরু হয় নববধূর। আল্ট্রাসোনোগ্রাফি করাতে গিয়েই জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০১:২৭
Share:

প্রতীকী ছবি।

মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে এসে প্রবল পেটের যন্ত্রণা শুরু হওয়ায় নববধূকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করাতে বলেন। সেই সোনোগ্রাফিতেই ধরা পড়ে, ওই বধূ চার মাসের অন্তঃসস্ত্বা। এর পরেই পরিস্থিতি মোড় নেয় অন্য দিকে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ওই বধূকে বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্থানীয় থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্বামী।

Advertisement

লিখিত অভিযোগে স্বামী পুলিশকে জানিয়েছেন, দেড় মাস আগে এক আত্মীয়ের সূত্র ধরেই তাঁর সঙ্গে বিয়ে হয় প্রতিবেশী গ্রামের এক মহিলার। তাঁর অভিযোগ, বিয়ের দেড় মাস পর তিনি জানাতে পারেন স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। প্রতারিত হয়েছেন বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন স্বামী।

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পেয়ে তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement