—প্রতীকী চিত্র।
হাসপাতালের আবর্জনা ভরা থলিতে মিলল সদ্যোজাত শিশুকন্যার নিথর দেহ। হাসপাতালেরই এক সাফাইকর্মী তা দেখতে পেয়ে বাকিদের খবর দেন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি মুম্বইয়ের সিয়ন হাসপাতালের। সেখানকার শৌচাগারের পাশে আবর্জনার স্তূপে একটি প্যাকেটের মধ্যে সদ্যোজাত শিশুর দেহ মিলেছে। শিশুটি জীবিত অবস্থায় তাকে সেখানে ফেলে যাওয়া হয়েছিল, না কি মৃতদেহ ফেলে গিয়েছেন কেউ বা কারা, তা স্পষ্ট নয়।
হাসপাতালের এক সাফাইকর্মী আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ওই প্যাকেটটি দেখতে পান। ভারী প্যাকেট হওয়ায় তা খুলে দেখেন তিনি। তার ভিতরেই ছিল শিশুর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা হাসপাতালের চিকিৎসক এবং সাফাইকর্মীদের বয়ান রেকর্ড করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। কোথা থেকে কী ভাবে আবর্জনার স্তূপে শিশুর দেহ এল, হাসপাতালের কেউ দেহটি ফেলে গিয়েছেন কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই হাসপাতালে প্রসূতিদের বিভাগেও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
গত সেপ্টেম্বর মাসেও মুম্বইয়ের একটি হাসপাতালের বাইরে পরিত্যক্ত ব্যাগের ভিতর এক সদ্যোজাত শিশুকন্যাকে পাওয়া গিয়েছিল। তাকে বাঁচানো গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিশুটির বয়স চার থেকে পাঁচ দিন মাত্র।