Train Accident in Balasore

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা! নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস লাইনচ্যুত, ঘটনাস্থলে রেলকর্তারা

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ওমপ্রকাশ চরণ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। রেল সূত্রে খবর, ট্রেনটি লাইনচ্যুত হয় সাবিরা স্টেশনের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৮
Share:
সাবিরা স্টেশনের কাছে লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত।

সাবিরা স্টেশনের কাছে লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত।

ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ল নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ট্রেনটি লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বড় কোনও ক্ষতি না হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয় পড়েন। তাঁরা রেললাইনে নেমে পড়েন।

Advertisement

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ওমপ্রকাশ চরণ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। রেল সূত্রে খবর, ট্রেনটি লাইনচ্যুত হয় সাবিরা স্টেশনের কাছে। ট্রেনের ইঞ্জিন-সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা। রেল সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

২০২৩ সালে বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৯৩ জনের মৃত্যু হয়। আহত হন হাজারেরও বেশি মানুষ। তার পরেও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement