তোলাবাজকে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত।
ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা দাবি করে হুমকি দিয়েছিলেন। তার জেরেই এক তোলাবাজকে স্কার্ট পরিয়ে, মাথা মুড়িয়ে রাস্তায় হাঁটিয়ে ‘শাস্তি’ দিল হরিয়ানা পুলিশ।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রেওয়ারিতে। ওই জেলায় এই নিয়ে দ্বিতীয় ঘটনা বলেই স্থানীয় সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রোহিত ওরফে কালিয়া। স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেন তিনি। শুধু তা-ই নয়, অভিযোগ, দাবিমতো টাকা না দিলে পরিণতি ভাল হবে না বলেও জানান ওই তোলাবাজ। হুমকি পেয়েই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। কালিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কালিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর কালিয়াকে গাড়িতে করে না নিয়ে গিয়ে দেড় কিলোমিটার হাঁটানো হয়। তার আগে কালিয়াকে স্কার্ট পরানো হয়। তাঁর মাথা মোড়ানো হয়। তার পর হাতকড়া পরিয়ে ভরা বাজারের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। এমন দৃশ্যে পথচারীরা হতবাক হয়ে যান। পুলিশের এই কাণ্ডে ইতিমধ্যেই সামলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও পুলিশের দাবি, গাড়ি চালানোর মতো রাস্তা ছিল না। তা ছাড়া বাজার এলাকা হওয়ায় ভিড়ও ছিল যথেষ্ট। তাই অভিযুক্তকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রথম নয়, এর আগেও এক জল চোরকে গ্রেফতারের পর রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ।