মণিপুরে ইনারলাইন পারমিট নিয়ে সর্বদলীয় বৈঠকে জুলাই মাসের বিধানসভা অধিবেশনে নতুন বিল আনার সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের নেতৃত্বে ওই বৈঠকে রাজ্যের সব দলের প্রতিনিধিরা থাকলেও, নাগা সংগঠন এনপিএফ তা বয়কট করে। সম্প্রতি ভূমিপুত্রদের স্বার্থরক্ষার জন্য বিধানসভায় পাশ করা তিনটি বিলই রাষ্ট্রপতি ফেরত পাঠানোয় আন্দোলন চরমে ওঠে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে দু’টি বিলে অদল-বদল করতে বলেছেন, তা করা হবে। যে বিলটি তিনি নামঞ্জুর করেছেন, তা নতুন করে, নতুন নামে তৈরি করে পাঠানো হবে।