Nestle

Nestle: মাস্কে মুখ ঢাকল ম্যাগি-কিটক্যাট-নেসক্যাফে, করোনা সচেনতাই লক্ষ্য

মঙ্গলবার নেসলে ইন্ডিয়া-র তরফে একটি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমেও জোরদার প্রচার শুরু করবে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ২৩:০৩
Share:

ছবি সংগৃহীত।

এ বার মাস্কে মুখ ঢাকল ম্যাগি, কিটক্যাট, নেসক্যাফে বা এভ্‌রিডে-র মতো নেসলে-র অতিপরিচিত ব্র্যান্ডও। করোনার সংক্রমণ এড়াতে মাস্ক পরার গুরুত্ব নিয়ে হাজারও পরামর্শ সত্ত্বেও ঢিলেঢালা মনোভাব বহু মানুষের। এ নিয়ে সচেতনতা বাড়াতে এ বার নিজেদের পণ্যের ব্র্যান্ডনেমকেই মাস্কে ঢাকার সিদ্ধান্ত নিয়েছেন নেসলে ইন্ডিয়া কর্তৃপক্ষ। ফলে সকালে-বিকেলে কফি বা হাল্কা স্ন্যাক্সের কৌটো বা র‌্যাপারে দেখা যাবে মাস্কে ঢাকা ম্যাগি বা নেসক্যাফের নাম।

Advertisement

মঙ্গলবার নেসলে ইন্ডিয়া-র তরফে একটি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমেও জোরদার প্রচার শুরু করবে তারা। ওই বহুজাতিক সংস্থার ভারতীয় শাখার মুখপাত্র বলেছেন, ‘‘এই সময়ে (কোভিড পরিস্থিতিতে) প্রত্যেককে সচেতন করাই নেসলে ইন্ডিয়ার লক্ষ্য। পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া মাস্ক পরাও অনুশীলন করতে হবে আমাদের।’’ তিনি আরও বলেন, ‘‘সচেতনাতা বাড়াতেই আমাদের পণ্যের প্যাকেজের ব্র্যান্ডনেমগুলি মাস্কে ঢাকা শুরু করেছি। উপভোক্তারা আমাদের পণ্যের দিকে তাকালেই যাতে প্রতিবার (মাস্ক পরার) মেসেজ পান, সেটাই আমাদের লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement