Nepal

Uttarakhand: বিতর্কিত ভূখণ্ড নিয়ে সমীক্ষা করল নেপাল

সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, দাবি করা ভূখণ্ডগুলির বাসিন্দাদের নিয়ে একটি ‘বেসরকারি সমীক্ষা’ চালিয়েছে কাঠামান্ডুর স্ট্যাটিস্টিক্স বুরো।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ০৫:৫২
Share:

ছবি: সংগৃহীত।

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ পাস, লিম্পিয়াদুরা এবং কালাপানি টপ তাদের ভূখণ্ড বলে ঘোষণা করে একতরফা সংবিধান সংশোধন করেছিল নেপালের আগের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকার। তার পরে অনেক জল গড়িয়েছে, নানা রাজনৈতিক টালবাহানার পরে শের বাহাদুর দেউবার প্রধানমন্ত্রিত্বে নেপালি কংগ্রেসের যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাকে ভারত-প্রেমী বলেই বিশ্বাস করে দিল্লির বিদেশ মন্ত্রক। কিন্তু সম্প্রতি একটি সংবাদে দিল্লির আস্থাতেও বোধ হয় টোল খেল।

Advertisement

সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, দাবি করা ভূখণ্ডগুলির বাসিন্দাদের নিয়ে একটি ‘বেসরকারি সমীক্ষা’ চালিয়েছে কাঠামান্ডুর স্ট্যাটিস্টিক্স বুরো। সরকারি এই সংস্থার তরফে এই খবর স্বীকার করে জানানো হয়েছে, তারা কার্যত জনগণনাই করেছে ওখানে। যে হেতু সেখানে কর্মীরা সশরীরে গিয়ে জনগণনা করতে পারবে না, তাই পরোক্ষ উপায়ে তাদের সমীক্ষা করতে হয়েছে। এই কাজে তারা ভারতে কাজ করতে যাওয়া নেপালি শ্রমিক, ওই এলাকার বাসিন্দাদের যে সব আত্মীয় নেপালে থাকে, তাঁদের সঙ্গে কথা বলে এবং নিজেদের দেশের গোয়েন্দা বুরোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সমীক্ষা করেছে।

দু’বছর আগে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী ওলির একতরফা ঘোষণার পরে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক তপ্ত হয়ে উঠেছিল। তার পরে সেই সম্পর্ক অনেকটা ঠান্ডা হয়েছে। কিন্তু নতুন খবরে ভারত কী ভাবে প্রতিক্রিয়া জানায়, সেটা দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement