Kota Student Death

কোটায় এ বার ঝুলন্ত দেহ উদ্ধার নিট ছাত্রীর, শুধু জানুয়ারিতেই পাঁচ মৃত্যু! উদ্বেগ বাড়ছে রাজস্থানে

গুজরাত থেকে ছাত্রী নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে রাজস্থানের কোটায় গিয়েছিলেন। বুধবার সকালে হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬
Share:

রাজস্থানের কোটায় আত্মঘাতী নিট পড়ুয়া। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজস্থানের কোটায় নিট পরীক্ষার্থীর মৃত্যু। হস্টেলের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ছাত্রীটি আসলে গুজরাতের বাসিন্দা। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে সফল হওয়ার আশায় কোটায় গিয়েছিলেন। সেখানে একটি কোচিং সেন্টারে পড়তেন তিনি। কিন্তু সেখানেই হস্টেলের ঘর থেকে উদ্ধার হল তাঁর দেহ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, জানায় পুলিশ।

সহপাঠীরা জানিয়েছেন, বুধবার সকাল ৯টা নাগাদ তাঁরা ওই ছাত্রীকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ঘরের দরজা খুলছিল না। হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং তাঁরা দরজা ভেঙে ছাত্রীর দেহ উদ্ধার করেন।

Advertisement

এই নিয়ে কোটায় চলতি বছরের শুরু থেকে পাঁচ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। গত ১৭ জানুয়ারি ১৮ বছর বয়সি এক যুবক কোটায় আত্মঘাতী হন। ওড়িশা থেকে নিটের প্রস্তুতির জন্য কোটায় গিয়েছিলেন তিনি। তার আগের দিন ১৬ জানুয়ারি ওড়িশারই আর এক পড়ুয়া আত্মঘাতী হন। তিনি জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দু’সপ্তাহ আগে আরও দু’জনের দেহ উদ্ধার হয় কোটায়। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা পাঁচ। গত বছর কোটায় মোট ১৭ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement