Cyber Crime

অনলাইনে কয়েক ঘণ্টার কাজে মিলবে বিপুল টাকা, দম্পতির ফাঁদে পড়ে প্রায় ১০ লক্ষ খোয়ালেন বধূ!

নবী মুম্বইয়ের এক বধূর দাবি, একটি অ্যাপের মাধ্যমে পার্ট-টাইম কাজের সুযোগ দিয়েছিলেন অভিযুক্ত দম্পতি। মোটা অঙ্কের টাকা উপার্জনের সুযোগ রয়েছে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৬:৪১
Share:

রোজগারের নামে অনলাইনে প্রতারণা, দাবি মহারাষ্ট্রের এক বধূর। —প্রতিনিধিত্বমূলক ছবি।

সংসারের ব্যস্ততার ফাঁকে অনলাইনে কয়েক ঘণ্টার কাজ করলেই রয়েছে বিপুল রোজগারের সুযোগ। এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন এক দম্পতি। তাতে রাজি হয়ে একটি অ্যাপের মাধ্যমে পার্ট-টাইম কাজও শুরু করেছিলেন। তবে রোজগারের টাকা পেতে ওই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লক্ষের বেশি টাকা জমা দিতেই যোগাযোগ বন্ধ করেছেন তাঁরা। ঠাণে পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন নবী মুম্বইয়ের এক বধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রতারণার মামলা রুজু করেছেন ঠাণে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৪২ বছরের ওই বধূর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন বলে এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ। বধূর দাবি, একটি অ্যাপের মাধ্যমে পার্ট-টাইম কাজের সুযোগ দিয়েছিলেন তাঁরা। অনলাইনে হোটেলের রিভিউ করলে মোটা অঙ্কের টাকা উপার্জনের সুযোগ রয়েছে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাতে রাজি হয়ে অনলাইনে কাজে যোগ দেন।

অভিযোগ, রোজগারের টাকা পেতে হলে তাঁদের অ্যাকাউন্টে প্রায় ১০ লক্ষ টাকা জমা রাখতে হবে বলে শর্ত দিয়েছিলেন ওই দম্পতি। সে শর্ত মেনেই ১৪ জুনের মধ্যে কাজ শেষ করে ওই দম্পতির অ্যাকাউন্টে ৯ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন তিনি। তবে এর পর থেকে ফোনের জবাব দিচ্ছেন না ওই দম্পতি। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি।

Advertisement

অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মামলা রুজু করে তদন্তে নেমেছে পনবেল থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement