সড়ক যোজনার বরাদ্দে শর্তের কথা জানালেন নরেন্দ্র সিংহ তোমর

আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শর্তের কথাও জানিয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ০০:৫৬
Share:

নরেন্দ্র সিংহ তোমর। —ফাইল চিত্র।

কেন্দ্রের কথা মতো যে সব রাজ্য কৃষি আইনে সংস্কার করবে, তারাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অর্থ বরাদ্দে অগ্রাধিকার পাবে। গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ে প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচে ২০২৪-২৫-এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার সড়ক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। কিন্তু আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শর্তের কথাও জানিয়ে দিয়েছেন।

Advertisement

গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ে মূলত গ্রামগুলিকে ফসলের বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার কাজ হবে। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির অধিকারে থাকা কৃষির বিষয়ে আইন সংশোধনের জন্য কেন্দ্র চাপ তৈরি করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোদী সরকার বহু দিন ধরেই কৃষিপণ্য বাজার কমিটি নিয়ন্ত্রণ আইনের সংস্কার করার জন্য রাজ্যগুলিকে অনুরোধ জানাচ্ছে। কৃষিপণ্য ও গবাদি পশু বিপণন আইনের মডেলও তুলে দেওয়া হয়েছে রাজ্যগুলির হাতে। কেন্দ্রের লক্ষ্য, বাজার কমিটির নিয়ন্ত্রণ উঠে গেলে মান্ডি বা ফসলের পাইকারি বাজারে ফসলের দাম বাজারই নিয়ন্ত্রণ করবে। তাতে চাষিরা বেশি দাম পাবেন। কিন্তু রাজ্যগুলি এতে ঝুঁকি রয়েছে বলে মানতে রাজি নয়। মন্ত্রী জানান, গ্রামের রাস্তা তৈরির সময় প্লাস্টিক বর্জ্য ব্যবহারের কথাও বলা হবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement