ফাইল চিত্র।
যোগী জমানার নারী সুরক্ষায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা
নির্বাচন কমিশন ভোটমুখী রাজ্যে জনসভা সংক্রান্ত বিধিনিষেধ প্রায় প্রত্যাহার করে নেওয়ার পরে আজ উত্তরপ্রদেশের বিজনৌরে প্রথম সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় দিল্লি ছাড়ার অনুমতি পেতে ব্যর্থ হয় তাঁর হেলিকপ্টার। শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে বার্তা পাঠান মোদী। তাতে আইন-শৃঙ্খলা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। হঁশিয়ারি দেন, এই সরকার পাল্টে গেলে রাজ্যে ফের মাফিয়ারাজ কায়েম হবে।
আজ বিজনৌর এলাকায় যে ‘জনচৌপাল’ সভা হয়, তাতে মহিলাদের ভিড় ছিল বেশি। সেই অনুযায়ী মোদীও এ দিন গত পাঁচ বছরে কী ভাবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে তা তুলে ধরেন। বলেন, “অতীতে উত্তরপ্রদেশে শ্লীলতাহানির ঘটনা ছিল অতি সাধারণ ঘটনা। পরিস্থিতি এমন হয়েছিল যে, কিছু এলাকায় মহিলাদের বাড়ি থেকে বেরনোই মুশকিল হয়ে পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। যোগী জমানায় পুলিশ-প্রশাসনের ভয়ে দুষ্কৃতীরা নিজেরাই থানায় এসে আত্মসমর্পণ করছে, এমন বেশ কিছু নজির দেখা গিয়েছে।’’
বিরোধী শিবিরকে নিশানা করে মোদীর হুঁশিয়ারি, জেলে বন্দি দুষ্কৃতীরা এখন নতুন করে সুযোগের অপেক্ষায় দিন গুনছে। তাঁদের এখন একটাই আশা, যাতে কোনও ভাবে সরকার পরিবর্তন হয় ও তারা জেল থেকে বেরিয়ে আগের মতোই অপরাধ করতে পারে। উত্তরপ্রদেশের আসন্ন ভোটে একাধিক
অপরাধীকে টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী বলেন, “ফের যদি সমাজবাদীরা ক্ষমতায় আসে, তা হলে মফিয়ারাজ ফের ক্ষমতায় আসতে চলেছে।’’ তাই বিজনৌর ও সংলগ্ন এলাকার ভোটারদের বুঝেশুনে ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।
এ দিন খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর বিজনৌর সফর ভেস্তে যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সমাজবাদী পার্টির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত চৌধরি। তিনি বলেছেন, “বিজেপির হাওয়া যে খারাপ চলছে, আজকের ঘটনাতেই তা স্পষ্ট। বিজেপির জন্য এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে।’’