Starlink Satellite in India

ভারতে পরিষেবা দেওয়ার অনুমতি পেতে মানতে হবে শর্ত! মাস্কের স্টারলিঙ্ককে কী কী জানাল কেন্দ্র?

স্টারলিঙ্ককে ভারতে পরিষেবা প্রদানের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে। কিন্তু ইলনের সংস্থাকে ভারতে আসতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত মানলেই ভারতে পরিষেবা প্রদান করতে পারবে স্টারলিঙ্ক!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৫:১৮
Share:

ইলন মাস্ক। —ফাইল চিত্র।

এয়ারটেল, জিয়ো-র সঙ্গে গাঁটছড়া বাঁধার পরই ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে প্রবেশের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়েছে। কিন্তু তারা ভারতে পরিষেবা প্রদানের অনুমোদন পাবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে। এমনকি, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির। সেই আবহেই এ বার নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে ভাবনাচিন্তা শুরু করল। সূত্রের খবর, ইলনের সংস্থাকে ভারতে আসতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত মানলেই ভারতে পরিষেবা প্রদান করতে পারবে স্টারলিঙ্ক!

Advertisement

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার স্টারলিঙ্ককে ভারতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার কথা বলেছে। শুধু তা-ই নয়, মাস্কের স্যাটেলাইট পরিষেবা যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেই দিকে নজর রাখতে হবে স্টারলিঙ্ককে। তার জন্য কী কী পদক্ষেপ করতে হবে, তা-ও ইলনের সংস্থাকে জানিয়েছে মোদী সরকার। দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে প্রয়োজনে কারও ফোনের তথ্য পেতে স্টারলিঙ্ককে অনুমতি দিতে হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

এখানেই শেষ নয়। আরও বেশ কিছু শর্ত মানার কথা বলেছে মোদী সরকার। জানানো হয়েছে, যদি দেশের কোথাও আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটে, তবে সেই সব এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধের সুবিধা থাকতে হবে। স্পর্শকাতর এলাকায় সাময়িক ইন্টারনেট পরিষেবা বন্ধের জন্য যাতে বার বার ইলনের দরজায় কড়া নাড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে স্টারলিঙ্ককে। ভারতের টেলিকম আইন অনুযায়ী, জরুরি অবস্থার ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রীয় সরকার প্রয়োজনে সাময়িক আন্তর্জাল বা যোগাযোগ পরিষেবা বন্ধ করতে পারে। স্টারলিঙ্ককে একই নিয়ম বলবৎ রাখতে হবে বলে জানিয়েছে মোদী সরকার।

Advertisement

ইলনের সংস্থা স্পেসএক্স-ই স্টারলিঙ্ক পরিষেবা দেয় বিশ্ব জুড়ে। এই পরিষেবায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে থাকে। যে হেতু এটি কোনও ফাইবার তারের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে সেই পরিষেবা পৌঁছোতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলে দাবি সংস্থার। ভারতে স্টারলিঙ্ক পরিষেবা প্রদানের জন্য এখনও ছাড়পত্র পায়নি স্পেসএক্স। দেশে স্যাটেলাইটভিত্তিক পরিষেবা অনুমোদনের বিষয়ে খুবই সতর্ক ভারত সরকার। অতীতে ইলন একাধিক বার স্টারলিঙ্ক পরিষেবার অনুমোদনের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তার জন্য দরজা খুলে দেয়নি মোদী সরকার।

তবে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় বদলেছে। সম্প্রতি এয়ারটেল, জিয়োর সঙ্গে স্টারলিঙ্কের চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রের শর্ত মেনে কবে থেকে ভারতে পরিষেবা প্রদান করে স্টারলিঙ্ক, তা সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement