CRPF- Maoist

ঝাড়খণ্ডে মাওবাদীদের পুঁতে রাখা বোমায় পা! মৃত্যু হল পুলিশকর্মীর, আহত আধাসেনার জওয়ান

শনিবার সকালে ঝাড়খণ্ডের পাহাড়ি চাইবাসা এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। গুরুতর জখম আধাসেনার আরও এক জওয়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০০:০৮
Share:
দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজ্যের রাজধানী রাঁচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় সুনীলের।

দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজ্যের রাজধানী রাঁচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় সুনীলের। ছবি: সংগৃহীত।

মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক পুলিশকর্মীর। গুরুতর জখম আধাসেনার আরও এক জওয়ান। শনিবার ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত জওয়ান এখনও চিকিৎসাধীন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার সকালে ঝাড়খণ্ডের পাহাড়ি চাইবাসা এলাকায় ঘটনাটি ঘটে। মাওবাদীদের পুঁতে রাখা একটি আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হন পুলিশ ও আধাসেনার দুই সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশকর্মী সুনীল ধন এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা ইউনিটের বিষ্ণু সাইনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের দু’জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজ্যের রাজধানী রাঁচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় সুনীলের। অন্য দিকে, বিষ্ণু এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সুনীল ধন।

সুনীল ধন। ছবি: সংগৃহীত।

প্রাথমিক ভাবে কোলহানের ডিআইজি মনোজ রতন পিটিআইকে বলেছিলেন, ‘‘বিস্ফোরণে কোবরা ২০৩ ব্যাটালিয়নের এক জওয়ান এবং ঝাড়খণ্ড জাগুয়ারের আর এক সদস্য আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই বিমানে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে।’’ কিন্তু পরে মৃত্যু হয় এক জনের। ডিআইজি আরও জানিয়েছেন, ঝাড়খণ্ডের ওই অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ ও সেনার যৌথ দল। সম্প্রতি বেশ কয়েকটি আইইডিও নিষ্ক্রিয় করেছে নিরাপত্তা বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement