Hindi Row Jab

শিক্ষা মিশনে টাকা দেয়নি কেন্দ্র! ভাষাযুদ্ধের আবহে ২১০০ কোটি বঞ্চনার অভিযোগ তামিলনাড়ুর

শুক্রবার বাজেট অধিবেশনে প্রথম থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তামিলনাড়ুর বিধানসভা। বিজেপি এবং এআইএডিএমকের বিধায়কেরা অধিবেশন বয়কট করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৩:৫২
Share:
Centre cheated Tamil Nadu of 2,150 crores, MK Stalin\\\\\\\\\\\\\\\'s new allegations

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। —ফাইল চিত্র।

ভাষাযুদ্ধ অব্যাহত! সেই আবহে এ বার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলল এমকে স্ট্যালিনের সরকার। বিধানসভায় বাজেট অধিবেশনে তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু অভিযোগ করেন, ‘সমগ্র শিক্ষা প্রকল্পে’ ২১০০ কোটি টাকার বেশি তহবিল আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার! তাঁর আরও অভিযোগ, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করার কারণেই রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র।

Advertisement

শুক্রবার বাজেট অধিবেশনে প্রথম থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তামিলনাড়ুর বিধানসভা। বিজেপি এবং এআইএডিএমকের বিধায়কেরা অধিবেশন বয়কট করেন। হইহট্টগোলের মধ্যেই বাজেট অধিবেশনে বক্তৃতা করেন অর্থমন্ত্রী। তাঁর বক্তৃতায় উঠে আসে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ। মোদী সরকারের বিরুদ্ধে ভাষাযুদ্ধে এ বার আর্থিক বঞ্চনাকে হাতিয়ার করল স্ট্যালিন সরকার।

প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিন ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা তিনটি ভাষা বাধ্যতামূলক ভাবে শিখবে— ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক— ইংরেজি এবং স্থানীয় ভাষা। তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্ট্যালিনের দল ডিএমকে। বিষয়টি নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন দলের সাংসদেরা। দিন কয়েক ধরেই কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে সরব হতে দেখা গিয়েছে স্ট্যালিনকে। বৃহস্পতিবার বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন ‘রুপি’ সরিয়ে প্রতিবাদ দেখায় তামিলনাড়ু সরকার। তার পরিবর্তে লোগোয় আনা হল তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর ‘রু’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement