Shiv Sena leader shot dead

শিবসেনা নেতাকে তাড়া করে মাঝরাস্তায় গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা! গুলিবিদ্ধ এক বালকও

শিবসেনা নেতাকে তাড়া করে মাঝরাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে জখম হল ১২ বছরের এক বালকও। বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১১:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

শিবসেনা নেতাকে তাড়া করে মাঝরাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে জখম হল ১২ বছরের এক বালকও। বৃহস্পতিবার রাতে পঞ্জাবের মোগায় ঘটনাটি ঘটেছে। নিহত শিবসেনা নেতার নাম মঙ্গত রাই মঙ্গা। তিনি পঞ্জাবে শিবসেনা (শিন্দে)-র জেলা সভাপতি পদে ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঙ্গত দুধ কিনতে বেরিয়েছিলেন। তখন রাত ১০টা। সেই সময় তিন যুবক মঙ্গতকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগে এক বালকের শরীরে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পরেই অকুস্থল থেকে বাইকে করে পালিয়ে যান মঙ্গত। দুষ্কৃতীরাও তাঁর পিছু ধাওয়া করে। সেই সময়ে আবার পিছন দিক থেকে মঙ্গতকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়া হয়। এ বার আর তা লক্ষ্যভ্রষ্ট হয়নি। মঙ্গত গুলিবিদ্ধ হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছেছিল। তারাই গুলিবিদ্ধ মঙ্গতকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে শিবসেনা নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুষ্কৃতীদের গুলিতে জখম হওয়া ওই বালককে মোগা সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে।

Advertisement

মঙ্গতের মেয়ে পিটিআই-কে বলেছেন, ‘‘বাবা দুধ আনতে গিয়েছিল। রাত ১১টার সময় বাড়িতে ফোন করে জানানো হয়, বাবাকে গুলি করা হয়েছে। আমরা বিচার চাই।’’ দক্ষিণপন্থী সংগঠন ‘বিশ্ব হিন্দু শক্তি’র সর্বভারতীয় সভাপতি যোগিন্দর শর্মা বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, কয়েক জন দুষ্কৃতী মঙ্গতকে গুলি করে খুন করেছে। খবর পাওয়ামাত্রই হাসপাতালে গিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement