ছবি: সংগৃহীত।
নতুন বছরে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বাদ পড়ল পাকিস্তান। প্রধানমন্ত্রীর দফতর থেকে মোদীর ফোন করা রাষ্ট্রপ্রধানদের নামের তালিকা দিয়ে বলা হয়েছে, সরকার যে ‘প্রতিবেশী প্রথম’ নীতি নিয়ে চলেছে, এ দিনও তা অনুসরণ করা হয়েছে। কিন্তু তালিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান নেই। রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং রাজা জিগমে খেসর নামগিয়াল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আরও তিন বছর আওয়ামি লিগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান মোদী। সদ্য প্রাক্তন হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলির প্রয়াণে মর্মবেদনাও জানান মোদী।
আরও পড়ুন: সিএএ নিয়ে পথ নেই পালানোর: রবিশঙ্কর