Attempt To Murder

Gujarat: মাথায় আঘাত, চড়! আয়ার অত্যাচারে সঙ্কটে আট মাসের শিশু, ভিডিয়ো দেখে স্তম্ভিত বাবা-মা

অভিযুক্ত আয়ার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর বাবা। ওই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

সুরত শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭
Share:

আট মাসের শিশুর উপর আয়ার অত্যাচারের  এমন নৃশংস দৃশ্য দেখে সিসিটিভি ফুটেজে দেখে স্তম্ভিত বাবা, মা।

ক্রমাগত চড়-থাপ্পড়। বিছানায় মাথা ঠেসে ধরে কান্না থামানোর চেষ্টা। আট মাসের শিশুর উপর আয়ার অত্যাচারের এমন নৃশংস দৃশ্য দেখে সিসিটিভি ফুটেজে দেখে স্তম্ভিত বাবা, মা। গুজরাতের সুরত জেলার রান্দার পালানপুর পাটিয়ায় ঘটনাটি ঘটেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বর্তমানে নিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ওই শিশু।

Advertisement

ওই শিশুর বাবা, মা দু’জনেই চাকরি করেন। বাচ্চার দেখভালের জন্যই মাস তিনেক আগে কোমল চন্দলেকর নামে ওই আয়াকে কাজে রেখেছিলেন দম্পতি। তাঁরা জানান, প্রথম দিকে সবই ঠিক ছিল। কিন্তু সম্প্রতি প্রতিবেশীরা ওই দম্পতিকে জানান, তাঁরা কাজে বেরিয়ে যাওয়ার পর থেকেই বাড়ি থেকে শিশুর কান্নার শোনা যায়।

প্রতিবেশীদের থেকে এমন অভিযোগ পেয়ে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান দম্পতি। ওই ভিডিয়ো ফুটেজ দেখে বাবা, মায়ের অভিযোগ, তাঁদের সন্তানকে প্রায়ই প্রচণ্ড মারধর করেন অভিযুক্ত আয়া কোমল চন্দলেকর। ভিডিয়োতে তাঁরা এ-ও দেখেছেন, কান্না থামাতে বাচ্চার মাথা বিছানায় অনেক ক্ষণ ধরে ঠেসে ধরে রয়েছেন কোমল। শিশুকে ক্রমাগত চড়-থাপ্পড়, মাথার চুল ধরে টানতেও দেখা গিয়েছে বলে অভিযোগ বাবা, মায়ের।

Advertisement

ভিডিয়ো ফুটেজ দেখেই ওই আয়ার বিরুদ্ধে রান্দার থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর বাবা মিতেশ পটেল। ওই অভিযোগের ভিত্তিকে কোমলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাঁচ বছরের বিবাহিতা এবং নিঃসন্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement