সিঙারা বিক্রি করছেন সূরয। ছবি: ইনস্টাগ্রাম।
তিনি আমলা হতে চান। কিন্তু এত টাকা পাবেন কোথায়? তাই বাধ্য হয়েই নিজের হুইলচেয়ার নিয়েই বেরিয়ে পড়েছেন শিঙাড়া বিক্রি করতে। আর সেই টাকাতেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের নাগপুরের যুবক। সম্প্রতি এক ফুড ব্লগার গৌরব ওয়াসান ইনস্টাগ্রামে ওই যুবকের ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আইএএস পড়ার জন্য শিঙাড়া বিক্রি করছেন এই যুবক। আসুন, ওঁকে সাহায্য করি।”
আইএস হওয়ার স্বপ্ন দু’চোখে। আর সেই স্বপ্নপূরণে নাগপুরের এই যুবক শিঙাড়া বিক্রি করতেও দ্বিধাবোধ করেননি। আমলা যে তাঁকে হতেই হবে! হিন্দি, মরাঠি এবং ইংরাজি ভাষায় সড়গড় প্রতিবন্ধী এই যুবকের নাম সূরয। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন। ব্লগার গৌরবকে তিনি জানান, স্নাতক করার পর ভাল একটা চাকরির খোঁজ করছিলেন। সেই টাকায় আইএএস-এর প্রস্তুতির জন্য পড়াশোনা করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত চাকরি জোটেনি। তাই বাধ্য হয়েই নিজের হুইলচেয়ার নিয়ে শিঙাড়া বিক্রি করতে বেরিয়ে পড়েছেন। প্রতি দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি শিঙাড়া বিক্রি করেন। দু’টি শিঙাড়ার দাম ১৫ টাকা।
অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সূরযকে। নিজের শারীরিক প্রতিবন্ধকতা, তার সঙ্গে আর্থিক প্রতিবন্ধকতাও জুড়েছে। কিন্তু সেই সব প্রতিবন্ধকতাকে জয় করে আইএএস হওয়ার স্বপ্নে বিভোর নাগপুরের সূরয।
অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সূরযকে। নিজের শারীরিক প্রতিবন্ধকতা, তার সঙ্গে আর্থিক প্রতিবন্ধকতাও জুড়েছে। কিন্তু সেই সব প্রতিবন্ধকতাকে জয় করে আইএএস হওয়ার স্বপ্নে বিভোর নাগপুরের সূরয।