জম্মুর গ্রামে ‘রহস্যময় রোগে’ মৃত্যু আট জনের! —প্রতিনিধিত্বমূলক ছবি।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ‘রহস্যময় রোগের’ হানা! ওই জেলার এক হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে পর পর মৃত্যু হয়েছে আট জনের। বুধবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক শিশু। এই পরিস্থিতিতে মৃত্যুর কারণ এবং ওই রোগের ‘রহস্য’ উন্মোচন করতে কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাজৌরিতে। ওই ল্যাবরেটরির কর্মীরা হাসপাতাল এবং সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন জিনিসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখবেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজৌরির কোটরাঙ্কা এলাকার বদহল গ্রামে দু’টি পরিবারের সদস্যেরা এই রোগে আক্রান্ত হয়েছেন। মৃতদের প্রত্যেকেরই বয়স ১৪-র কম। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। সোমবারই পরিস্থিতি পর্যালোচনা করতে এলাকায় যান রাজৌরির অতিরিক্ত জেলাশাসক অভিষেক শর্মা। তিনি জানান, এই রোগের উৎস কী, কী কারণে ওই দুই পরিবারের শিশুদের মৃত্যু হল, তা খতিয়ে দেখা যাচ্ছে। এই কারণগুলি জানা গেলে রোগের সম্ভাব্য সংক্রমণ ঠেকানো যাবে বলে মনে করছে জেলা প্রশাসন।