Rahul Gandhi

‘আমার নাম স্যর না, রাহুল বোলো’, ছাত্রীদের মন কাড়লেন রাহুল গাঁধী

নেতার পরিচিত পোশাক ছেড়ে একেবারে অন্যরূপে পুদুচেরির কলেজে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৫
Share:

পুদুচেরির সরকারি মহিলা কলেজে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ছবি: পিটিআই

নীল টি শার্ট, ক্যাজুয়াল প্যান্ট। নেতার পরিচিত পোশাক ছেড়ে একেবারে অন্যরূপে পুদুচেরির সরকারি মহিলা কলেজে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সেখানেই দর্শকদের মধ্যে থেকে এক ছাত্রী প্রশ্ন করতে উঠে বলেন, ‘‘স্যর, আমি এখানে।’’

তখনই রাহুল গাঁধীর সেই পুরনো জবাব। কয়েকবছর আগেও দক্ষিণ ভারতের এক কলেজে এসে তিনি বলেছিলেন, ‘‘আমাকে স্যর ডেকো না।’’ এখানেও বললেন, ‘আমার নাম স্যর নয়, আমি রাহুল। দয়া করে আমাকে রাহুল ডেকো।’

এই কথার সঙ্গে সঙ্গেই হাততালিতে ফেটে পড়ল জমায়েত হওয়া জনতা। রাহুল তাঁর কথার যুক্তি হিসাবে বললেন, ‘‘তোমরা তোমাদের অধক্ষ্যকে স্যর বলতে পারো, শিক্ষকদের স্যর বলতে পারো। কিন্তু আমাকে বলো না। দয়া করে আমাকে রাহুল ডেকো।’’

এই কথার পর ফের হাততালিতে ফেটে পড়েন উপস্থিত ছাত্রছাত্রীরা। লাজুক হাসি হেসে তারপর কথা চালিয়ে নিয়ে যান রাহুল গাঁধী। যদিও নাম নিয়ে আলোচনা শেষ হয়নি। পড়ুয়াদের মধ্যে একজন বলে ওঠেন, ‘‘আমরা কি আপনাকে রাহুল আন্না বলতে পারি?’’

রাহুলের সঙ্গে সঙ্গে উত্তর, ‘হ্যাঁ, আমাকে রাহুল আন্না ডাকতে পার। সেটাই ভাল।’ আবারও রাহুলের কথায় হাততালিতে ফেটে পড়েন উপস্থিত পড়ুয়ারা। ফেসবুকে কংগ্রেসের পেজে শেয়ার করা এই ভিডিয়োটি ইতিমধ্যে ২৮ হাজার বার দেখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement