—প্রতীকী ছবি।
খুনে অভিযুক্তকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুতে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লোকেশ। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে চেঙ্গালপাট্টুতে এসেছিলেন। সেই সময় ফলের রস খাওয়ার জন্য রাস্তার পাশের একটি দোকানে দাঁড়ান। হামলাকারীরা অনেক ক্ষণ ধরেই লোকেশকে অনুসরণ করছিলেন। লোকেশ যখন ফলের রস খাচ্ছিলেন, সেই সময় পাঁচ-ছয় জন দুষ্কৃতী বাইকে করে আসেন। লোকেশকে ঘিরে ধরেন।
আশপাশে ভিড় থাকায় সেই ভিড় হটাতে প্রথমে বেশ কয়েকটি বোমা ছোড়েন হামলাকারীরা। আতঙ্কে পথচারীরা পালিয়ে গেলে লোকেশকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয়। তার পর লোকেশের মৃত্যু নিশ্চিত করতে বোমাও মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোকেশের। যেখানে হামলার ঘটনা ঘটেছে, তার কয়েক মিটার দূরেই আদালত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লোকেশের দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যক্তিগত শুত্রুতার কারণে এই হামলা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
লোকেশের বিরুদ্ধে খুনের মামলা চলছে। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনও যোগ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।