Lemon for Hair Growth

পাতিলেবুর রস সরাসরি মাখলেই চুলের ক্ষতি, কী কী পদ্ধতিতে ব্যবহার করা উচিত শিখে নিন

পাতিলেবুর রস মাখলে মাথার ত্বকে জ্বালা হয়, এমন অনেকেই বলেন। এর কারণ হল ভুল পদ্ধতিতে লেবুর রস মাখা হয়। চুল ভাল রাখতে ও খুশকি দূর করতে পাতিলেবু ব্যবহার করতে হবে বিশেষ পদ্ধতিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:০৭
Share:
How to use lemon mask for hair growth

পাতিলেবুর রস কী ভাবে মাখলে চুল ভাল থাকবে? ছবি: ফ্রিপিক।

চুলের জন্য খুবই ভাল পাতিলেবুর রস। খুশকি দূর করতে বা চুলের বৃদ্ধিতে পাতিলেবুর তুলনা নেই। তবে অনেকেই বলেন, লেবুর রস মাখলে মাথার ত্বকে জ্বালা হয়। এর কারণ, ভুল পদ্ধতিতে পাতিলেবুর রস ব্যবহার করা হয়। লেবু চিপে তার রস সরাসরি মাথায় মাখলেই ত্বক স্পর্শকাতর হয়ে উঠবে। তখন জ্বালা হবে, ব্রণ-ফুস্কুড়িও হতে পারে। চুলে পাতিলেবু মাখার নিয়ম আছে। সেই পদ্ধতিগুলি মেনে চললে, চুলের ঘনত্ব যেমন বাড়বে, তেমনই চুল পড়া, রুক্ষ চুলের সমস্যা দূর হবে।

Advertisement

পাতিলেবুর রসে এত পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। মাথার ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এখানেই শেষ নয়। লেবুর উপকার আরও। মাথার ত্বকে যে কোনও প্রদাহজনিত সমস্যা, সংক্রমণ কমাতে পারে লেবুর রস। তাই খুশকি দূর করতেও লেবুর রস মাখারই নিদান দেন ত্বক চিকিৎসকেরা। পাতিলেবুর রস সঠিক পদ্ধতিতে মাখলে চুলের ডগা ফাটার সমস্যাও দূর হয়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুলও গজায়। যাঁদের চুল পড়ার সমস্যা খুব বেশি, তাঁরা পাতিলেবুর রস মেখে দেখতে পারেন। তবে লেবুর রস সরাসরি মাখবেন না, কোন পদ্ধতিতে মাখতে হবে তা জেনে নিন।

পাতিলেবু ও অলিভ অয়েলের মাস্ক

Advertisement

২ চা-চামচ পাতিলেবুর রসের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করতে হবে। যাঁদের চুল উঠে যাচ্ছে, তাঁরা সেই জায়গায় ভাল করে এই মাস্ক লাগিয়ে রাখবেন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা। এর পর ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিতে হবে।

পাতিলেবু ও অলিভ অয়েলের মাস্ক।

পাতিলেবু ও অলিভ অয়েলের মাস্ক। ছবি: ফ্রিপিক।

অলিভ অয়েল চুলকে ময়েশ্চারাইজ় করবে, প্রয়োজনীয় ভিটামিনের জোগান দেবে। আর লেবুর রসের অ্যান্টিঅক্সিড্যান্ট মাথার ত্বক থেকে মৃত কোষ দূর করে চুল পড়া বন্ধ করবে।

পাতিলেবুর ও নারকেল তেলের মাস্ক

১ চা-চামচ পাতিলেবুর রসের সঙ্গে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। নারকেল তেল সামান্য গরম করে নেবেন। তার পর তাতে লেবুর রস মেশাবেন। ৩০ মিনিটের মতো এই মাস্ক মাথায় মেখে রাখতে হবে, তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

পাতিলেবুর ও নারকেল তেলের মাস্ক ছবি: ফ্রিপিক।

চুলের যত্নে নারকেল তেল কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। শুধু চুল নয়, মাথার ত্বকে কোনও রকম সমস্যা রুখতেও সাহায্য করে নারকেল তেল। যাঁদের চুল পাতলা, মাথার ত্বক তৈলাক্ত, তাঁরা খুব ঘন তেল মাখতে পারেন না। সে ক্ষেত্রেও নারকেল তেল মাখার পরামর্শ দেওয়া হয়। আর এর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিলে উপকার আরও বেশি হয়। গরমের দিনে চুল আঠালো হয়ে গেলে বা খুশকির সমস্যা হলে এই মাস্ক কাজে আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement