SSC Recruitment Case

বঞ্চিত এবং‌ যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে জানিয়ে দিলেন ব্রাত্য

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:১৪
Share:

ব্রাত্য বসু। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:৪৫ key status

যোগ্য এবং অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়: ব্রাত্য

ব্রাত্য বলেন, “আমার দায়িত্ব থেকে বলতে পারি, বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, মানবিক ও রাজনৈতিক ভাবে তাঁদের পাশে থাকব।” আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন। এটা এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন, এসএসসি যোগ্য-অযোগ্য ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন, কোর্ট সম্পূর্ণত সন্তুষ্ট হয়নি।”

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:৩২ key status

যোগ্য শিক্ষকেরা কি স্কুলে যাবেন?

চাকরিহারাদের অনেকেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না। সংবাদমাধ্যমের তরফে ব্রাত্যকে এই কথা জানাতেই শিক্ষামন্ত্রী বলেন, “আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাঁদের কী করণীয়, তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে, তাঁরা যাচ্ছেন না।” ব্রাত্যকে প্রশ্ন করা হয়, তবে কি চাকরিপ্রার্থীরা স্কুলে যেতে পারেন? উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “আমি তো এমন কথা বলতে পারি না।” চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার উপর ভরসা রাখারও আর্জি জানান তিনি। 

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:২০ key status

বঞ্চিত এবং‌ যোগ্যদের পাশে থাকবে রাজ্য: ব্রাত্য

বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:০৭ key status

সুপ্রিম-নির্দেশে চাকরি বাতিল

২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার (আদতে ২৫,৭৫২) জনের চাকরি বৃহস্পতিবার বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। ঘোষিত রায়ে বলা হয়েছে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করা সম্ভব হয়নি। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement