mumbai

Mumbai: পরিষ্কার করে জামাকাপড় কাচতে পারেনি, ভাইঝির গায়ে ফুটন্ত জল ঢালল কাকিমা!

অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৩:৩৮
Share:

প্রতীকী ছবি।

নাবালিকা ভাইঝি পরিষ্কার করে জামাকাপড় কাচতে পারেনি। তার জেরেই ভাইঝির গায়ে ফুটন্ত জল ঢেলে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি মুম্বইয়ের।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম সাফিয়া শেখ। তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

নাবালিকার গায়ে ফোস্কা এবং পুড়ে যাওয়ার দাগ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে বিষয়টি জানান। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। নাবালিকার অভিযোগ, ঠিক মতো জামাকাপড় কাচতে না পারায় কাকিমা তাঁকে মারধর করেন। তার পর শাস্তি দিতে গায়ে গরম জল ঢেলে দেন।

নাবালিকা পুলিশের কাছে জানিয়েছে, সে আর ওই বাড়িতে ফিরতে চায় না। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মেয়ের দেখাশোনার জন্য তাঁকে কাকিমার বাড়িতে রেখে এসেছিলেন পরিবারের সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement