প্রতীকী ছবি। গ্রাফিক: শৌভিক দেবনাথ
সন্তানের মোবাইল আসক্তি কমাতে বাবা-মা কী-ই না করেন। দুরূহ স্ক্রিন-প্যাটার্ন, পাসওয়ার্ড, কিংবা ফিঙ্গার প্রিন্ট করেও আটকানো যায় না। কিন্তু মুম্বইয়ের এক যুবক মেয়ের মোবাইলের নেশা ছাড়াতে গিয়ে যে শাস্তি দিলেন, তা শিউরে ওঠার মতো। নিজের ১৬ বছরের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই কিশোরী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পালঘর জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল কিশোরী মেয়ে। প্রায় সব সময়ই মোবাইলে মগ্ন হয়ে থাকত। এ নিয়ে বাবা-মেয়ের ঝগড়া-বিবাদও লেগেই থাকত। বহুবার নিষেধ করার পরও কাজ হয়নি।
এই পরিস্থিতিতে সোমবার ফের এই নিয়ে দু’জনের মধ্যে ফের বচসা শুরু হয়। কিন্তু মেয়েও মোবাইল ছাড়তে নারাজ। অবেশেষ ক্ষিপ্ত হয়ে মেয়ের গায়ে কেরোসিন ঢেলে দেন বাবা। তার পর গায়ে আগুন ধরিয়ে দেন। সেই সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত।
আরও পডু়ন: পরিত্যক্ত শিশুকে স্তন্যদান করিয়ে নজির কনস্টেবলের
আরও পড়ুন: শত্রুঘ্ন সিন্হা আর ‘ভিআইপি’ নন!
পরে প্রতিবেশীরা ওই কিশোরীকে মুম্বইয়ের জে জে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ওই কিশোরীর শরীরের অন্তত ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তার অবস্থা সঙ্কটজনক। অন্য দিকে, অভিযুক্ত মহম্মদ মনসুরিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।