Hackers

Mumbai Police: পাক হ্যাকারদের হামলার শিকার এ বার মুম্বই পুলিশ, ইমেল-তথ্যে হানা

বিশেষ ধরনের ম্যালওয়্যার ব্যবহার করেই এ কাজ করেছে পাক হ্যাকাররা। ইমেল অ্যাকাউন্ট উদ্ধারে সাহায্য নেওয়া হয়েছে সাইবার বিশেষজ্ঞদের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ২২:৩৯
Share:

প্রতীকী ছবি।

সাইবার অপরাধের শিকার এ বার মুম্বই পুলিশ! ভারতের বৃহত্তম শহরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর তথ্য ভান্ডারে মঙ্গলবার পাকিস্তানি হ্যাকারেরা হামলা চালিয়েছে।

মুম্বই পুলিশের সাইবার সেলের ইমেল অ্যাকাউন্টে পাক হ্যাকারেরা হানা দিয়েছে বলে প্রকাশিত একটি খবরে দাবি। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার ব্যবহার করেই এ কাজ করেছে তারা। ইমেল অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মুম্বই পুলিশের সাইবার বিশেষজ্ঞেরা।

তথ্য চুরির উদ্দেশ্যেই এই হ্যাকিং বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে মুম্বই পুলিশের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য হ্যাক করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement