Reserve bank of India

রিজ়ার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেব! রুশ ভাষায় হুমকি-ইমেল গেল খোদ গভর্নরের কাছে, তদন্তে মুম্বই পুলিশ

গত মাসেই মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি-ফোন যায়। ফোনের ও পারে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে পরিচয় দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্কের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। —প্রতীকী চিত্র।

রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই) উড়িয়ে দেব! এই মর্মে হুমকি-ইমেল গেল খোদ গভর্নরের কাছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মলহোত্র। তার মধ্যেই বৃহস্পতিবার তাঁর সরকারি মেল আইডি-তে ওই হুমকি-বার্তা যায়। রুশ ভাষায় লেখা হয়েছিল ইমেলের বয়ান।

Advertisement

এই ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই অজ্ঞাত ইমেল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে মুম্বই পুলিশের এর আধিকারিক বলেন, “মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এসেছে। মাতা রমাবাই মার্গ থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে খবর, ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, এর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি-ফোন যায়। ফোনের ও পারে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে পরিচয় দেন। যদিও সেই ঘটনার তদন্তে নেমে উল্লেখযোগ্য কিছুই পায়নি মুম্বই পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই দেশের শীর্ষ ব্যাঙ্কের ২৬তম প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজস্থান ক্যাডারের আইএএস আধিকারিক মলহোত্র। তিনি গত ছ’বছর রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement