Crime

৪০ হাজার টাকা ঘুষের বদলে সাহায্যের আশ্বাস! হাতেনাতে ধরা পড়লেন মুম্বই পুলিশের ইনস্পেক্টর!

পুলিশ সূত্রে খবর, ৫৩ বছরের ওই ইনস্পেক্টর ধারাভি থানায় কর্মরত। ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ২১:৩৪
Share:

মুম্বই পুলিশের ফাঁদে পড়লেন আর এক পুলিশ। প্রতীকী ছবি।

আর্থিক প্রতারণায় অভিযুক্তকে সাহায্যের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা অথবা একটি আইফোন ঘুষ চেয়েছিলেন। তবে তা নিয়ে দর কষাকষির পর ৪০ হাজার টাকায় রফা হয়। তবে সে টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মুম্বই পুলিশের এক ইনস্পেক্টর। এমনই অভিযোগে ওই ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার দাবি করেছে মুম্বই পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৫৩ বছরের ওই ইনস্পেক্টর ধারাভি থানায় কর্মরত। ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীর দাবি, গত নভেম্বরে জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। তবে ওই মামলায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন ওই ইনস্পেক্টর। তার বদলে ১ লক্ষ টাকা অথবা একটি আইফোনের দাবি করেন। তবে তা ৪০ হাজারে রফা হয়েছিল। এর পরেই পুলিশে অভিযোগ করেন তিনি।

তদন্তে নেমে ওই ইনস্পেক্টরের বিরুদ্ধে শুক্রবার ধারাভি এলাকায় ফাঁদ পাতেন মুম্বই পুলিশের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। ঘুষ নেওয়ার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement