ছবি পিটিআই।
তিন দিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা। শুক্রবারও কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়ে। সান্তাক্রুজ ও কোলাবায় রেকর্ড হারে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সান্তাক্রুজে বৃষ্টি হয়েছে ১২৫ মিমি। কোলাবায় বৃষ্টির পরিমাণ ১১০ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড় ও সিন্ধুদুর্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রসৈকতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে বৃহন্মুম্বই পুরসভা।
টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যার জেরে বিভিন্ন রাস্তায় যানজটে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।