Mumbai Crime News

সুলভ শৌচালয়ে টাকা না মেটানো নিয়ে ঝামেলা! তত্ত্বাবধায়কের হাতে খুন প্রস্রাব করতে আসা যুবক

বুধবার গভীর রাতে মুম্বইয়ের দাদর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রাহুল পওয়ার। অভিযুক্তের নাম বিশ্বজিৎ। জিজ্ঞাসাবাদের পর মাটুঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১০:২৬
Share:

বুধবার গভীর রাতে মুম্বইয়ের দাদর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রতীকী ছবি।

সুলভ শৌচালয়ে টাকা মেটানো নিয়ে বচসা! ঝগড়ার জেরে প্রস্রাব করতে আসা এক যুবককে খুনের অভিযোগ উঠল ওই শৌচালয়ের তত্ত্বাবধায়কের উপর। বুধবার গভীর রাতে মুম্বইয়ের দাদর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রাহুল পওয়ার। অভিযুক্তের নাম বিশ্বজিৎ। জিজ্ঞাসাবাদের পর মাটুঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়ান অনুযায়ী, দাদর বাস স্ট্যান্ডের সামনে একটি সুলভ শৌচালয় রয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ ওই শৌচালয়ের দেখভালের দায়িত্বে ছিলেন। বুধবার গভীর রাতে সেখানে প্রস্রাব করতে আসেন রাহুল। প্রস্রাব করার পর রাহুল টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। তখন বিশ্বজিৎ তাঁকে আটকান। টাকা মিটিয়ে তার পর যেতে বলেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

অভিযুক্ত বিশ্বজিৎ জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, বাগ্‌বিতণ্ডা চলাকালীন নিহত রাহুল তাঁকে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করেন। তখন তিনিও প্রাণ বাঁচাতে একটি কাঠের রড দিয়ে রাহুলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতারের পর তাঁকে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন মাটুঙ্গা থানার পুলিশ আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement