QR Code

লকেটে কিউআর কোড! সেই লকেটই বিশেষ ভাবে সক্ষম কিশোরকে ফেরাল বাবা-মায়ের কাছে

বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে উদ্বিগ্ন পরিবার কোলাবা থানায় নিখোঁজ ডায়েরি করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১৮:১০
Share:

উদ্ধার হওয়া সেই কিশোর। ছবি: সংগৃহীত।

গলায় ঝোলানো লকেটে কিউআর কোড। আর সেই কিউআর কোডই হারানো পুত্রকে ফিরিয়ে দিল মুম্বইয়ে এক দম্পতির কাছে।

Advertisement

কিশোরের নাম বিনায়ক কোলি। সে বিশেষ ভাবে সক্ষম। মুম্বইয়ের ওরলি এলাকার বাসিন্দা বিনায়ক। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে উদ্বিগ্ন পরিবার কোলাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। কিশোরকে খুঁজতে একটি দল গঠন করে কোলাবা থানা।

শুক্রবার সকালে এক বাস কনডাক্টর পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন। পুলিশকে তিনি জানান, বাসে একটি কিশোর একা বসে রয়েছে। সে নাম, ঠিকানা কিছুই বলতে পারছে না। বাস কন্ডাক্টরের কাছ থেকে ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে গিয়ে তারা দেখে, কনডাক্টর কিশোরকে বসিয়ে রেখেছেন। কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসা করেও যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিল পুলিশ, তখনই বিনায়কের গলার লকেটের উপর নজর পড়ে এক পুলিশকর্মীর। সেই লকেটটি ভাল করে খতিয়ে দেখতেই পুলিশকর্মীরা দেখেন, তাতে একটি কিউআর কোড লাগানো রয়েছে।

Advertisement

তদন্তকারী এক আধিকারিক সেই লকেটের কিউআর কোড স্ক্যান করতেই কিশোরের বাড়ির ঠিকানা, নাম, বাবার নাম— সব তথ্য পেয়ে যান। তার পরই কোলাবা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেই বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয় বিনায়ককে।

বিনায়কের দিদি শ্রদ্ধা বলেন, “আমার ভাই খেলতে খেলতে একটি বাসে উঠে পড়েছিল। বাসে চড়তে ওর খুব ভাল লাগে। তাই কাউকে না বলেই বাসে উটে পড়েছিল। কিন্তু ওর লকেটে যে কিউআর কোড ছিল, সেটার জন্যই ভাইকে ফিরে পেলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement