ঘুড়ি কুড়াতে গিয়ে গোবরের পুকুরে তলিয়ে মৃত্যু বালকের

একটি গো-শালার কাছে ঘুড়ি পড়ে থাকতে দেখে সে। কিন্তু সে বুঝতে পারেনি ঘুড়িটি গোবরের ‘পুকুরে’ পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা     

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১১:১২
Share:

প্রতীকী ছবি।

ঘুড়ি ওড়াচ্ছিল ১০ বছরের ছেলেটি। একটি ঘুড়ি পড়তে দেখে সেটি ধরার জন্য ছুটে গিয়েছিল ওই বালক। তখনই বিশালাকার একটি গোবর জমা থাকা পুকুরে পড়ে যায় সে। যার জেরে মৃত্যু হয়েছে ওই বালকের। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের কান্দিভালি এলাকাতে। কান্দিভালির এসআরএ কলোনিতেই বাড়ি মৃত বালকের।

Advertisement

পুলিশ জানিয়েছে, মকর সংক্রান্তিতে সারাদিনই ঘুড়ি নিয়ে খেলছিল ওই ছেলেটি। খেলতে খেলতে সেখানকার একটি গো-শালার কাছে ঘুড়ি পড়ে থাকতে দেখে সে। কিন্তু সে বুঝতে পারেনি ঘুড়িটি গোবরের ‘পুকুরে’ পড়েছে। ঘুড়ির নেশায় ছেলেটি এই গোবরের মধ্যেই নেমে পড়ে। নামতেই গোবরের স্তূপের মধ্যে ঢুকে যেতে থাকে সে।

তখন তার চিৎকারও শুনেছিলেন নিকটস্থ বিল্ডিংয়ে কাজ করা নির্মাণকর্মীরা। কিন্তু ততক্ষণে গোবরে ডুবে গিয়েছে ছেলেটি। পরে ওই নির্মাণকর্মী এবং ক্রেনের সাহায্যে ছেলেটিকে গোবর থেকে তোলা হয়েছে। তার পর তাকে হাসাপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমেছে কান্দিভালি থানার পুলিশ। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement