হুমকি ফোন আসে রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে। ফাইল চিত্র ।
১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হল মুকেশ অম্বানী এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বিষ্ণু ভৌমিককে। মঙ্গলবার ৫৬ বছর বয়সি বিষ্ণুকে ৩০ অগস্ট অবধি পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্তকে ১৫ অগস্ট দক্ষিণ মুম্বইয়ের দহিসার থেকে গ্রেফতার করে ডিবি মার্গ থানায় আনা হয়। অভিযুক্ত বিষ্ণু পেশায় গহনা প্রস্তুতকারক বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অম্বানী পক্ষের আইনজীবী আদালতে বলেন, “স্বাধীনতা দিবসে এই ফোন করার অর্থ এর পিছনে বিশেষ কোনও উদ্দেশ্য এবং অভিপ্রায় রয়েছে। অন্য কোনও দিন কেন অভিযুক্ত এই হুমকি দিলেন না? সুতরাং, এই মামলাটি একটি সাধারণ মামলা নয় এবং এই ভাবে হুমকি দিয়ে ফোন করা অত্যন্ত গুরুতর অপরাধ।” অভিযুক্তের নামে আগেও একাধিক মামলা রয়েছে বলেও আদালতে জানান আইনজীবী।
এই মামলায় অন্য কেউ জড়িত কি না, তা খুঁজে বের করতে আরও তদন্তের প্রয়োজন বলেও আদালতে আইনজীবী উল্লেখ করেন। এর পরই শুনানি শেষে অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
স্বাধীনতা দিবসের দিন রিলায়্যান্স কর্ণধার মুকেশ এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আট বার ফোন করা হয় মুম্বইয়ের রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে। এর পরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়।