ছবি: সংগৃহীত।
সংসদে সাংসদদের নিয়মবর্হিভূত বা অভব্য আচরণের বিরুদ্ধে রাজ্যসভার সচিবালয়েও দুই আমলার কাছে অভিযোগ জানাতে পারবেন সাংসদেরা। রাজ্যসভার এক জন ডিরেক্টর ও অতিরিক্ত ডিরেক্টর পদমর্যদার এক জন অফিসারকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে এথিক্স কমিটির পক্ষ থেকে। ওই দুই আমলার কাছে ওই অভিযোগ করা যাবে। সম্প্রতি এথিক্স কমিটির প্রধান হয়েই বিজেপি সাংসদ শুক্ল ওই সিদ্ধান্ত নেন। সূত্রের মতে, ঘনিষ্ঠ মহলে শিবপ্রতাপ জানিয়েছেন, খোদ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ওই এথিক্স কমিটিকে নতুন করে সক্রিয় করে তোলার জন্য তৎপর হয়েছেন। সেই কারণে অভিযোগ জানানোর প্রক্রিয়াকে আরও সরল করার চেষ্টা করা হয়েছে
১৯৯৭ সালে গঠিত ওই কমিটি নারদ কাণ্ডের সময়ে শিরোনামে আসে। নারদ কাণ্ডে একাধিক সাংসদকে ঘুষ নিতে দেখা গিয়েছিল। যা খতিয়ে দেখতে ২০১৬ সালের মার্চ মাসে সংসদের এথিক্স কমিটিকে নির্দেশ দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। সে সময়ে ওই কমিটির চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আডবাণী। সে সময়ে নারদ কাণ্ড নিয়ে একটি বৈঠকও না-ডাকায় বিতর্কে জড়িয়ে পড়ে ওই কমিটি।